
শনিবার ২৪ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: একাধিক ফিল্ম ফেস্টিভ্যালের প্রশংসা কুড়িয়ে শুক্রবার মুক্তি পেল সৌরভ পালোধীর ‘অঙ্ক কি কঠিন’। রাণা সরকার প্রযোজিত এই ছবির প্রেক্ষাপট ‘স্বপ্ন ও বাস্তবের ঠিক মাঝামাঝি এক জায়গায়’ - শহরের এক নামহীন বস্তিতে। ‘বাবিন’, ‘ডলি’ ও ‘টায়ার’। ছবিতে এই তিন শিশুর স্বপ্নপূরণের লড়াই দেখানো হয়েছে, যেখানে তারা নিজেদের জীবনের জটিল অঙ্কগুলো মেলাতে চেষ্টা করে। সেই অঙ্ক মেলানোর রুবিক কিউবের ধাঁধায় এদিক ওদিকে থেকে জড়ো হয় সমাজের একাধিক কঠিন অঙ্কের উপপাদ্য। বড়দের ঠিক করে দেওয়া রুলবুকের কোনও ফর্মুলা না মেনে সহজ ও সারল্য দিয়ে নিজেদের তৈরি করা, খুঁজে বের করা ফর্মুলা দিয়ে শেষপর্যন্ত জীবনের চোখ রাঙানো কঠিন অঙ্কগুলো তিন ক্ষুদে মেলাতে পারল কি না, সেই সত্যি রূপকথার গল্প বলে অঙ্ক কি কঠিন। তীব্র অর্থাভাবের সঙ্গে লড়াই করে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে কি না তাই নিয়েই ছবির গল্প।
দক্ষিণ কলকাতার এক নামী প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ার। ছবির কলাকুশলীরা ছাড়াও প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, সত্যম ভট্টাচার্য-র মতো টলিপাড়ার এক ঝাঁক জনপ্রিয় ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের আইনজীবী তথা রাজ্যের শাসকদল তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায় নিজস্ব ছন্দে অল্প কথায় বললেন, “ছবিতে বাচ্চারা ফাটিয়ে অভিনয় করেছে। অতি অবশ্যই দেখার মতো ছবি। আমি অন্তত বেশ উপভোগ করেছি। এ ছবি প্রেক্ষাগৃহে দেখার মতো। তার আরও একটি বড় কারণ হল, ওটিটিতে মুক্তি পাবে না ‘অঙ্ক কি কঠিন’...” বলতে বলতে শিশুশিল্পী ঋদ্ধিমান, গীতশ্রী, তপোময়-দের মাথায় সস্নেহে হাত বুলিয়ে তাদের প্রশংসায় মেতে উঠলেন ‘অটোগ্রাফ’-এর পরিচালক। শিশুশিল্পীদের কেউ কেউ তখন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে তখন বলছে, “আমাদের কাজে কোনও ভুলচুক হলে জানাবেন, যাতে সেগুলো ঠিক করে নিতে পারি...” শোনামাত্রই হেসে উঠলেন সৃজিত। দরাজ গলায় বললেন, “আমরা বড়রা কত কী ভুল করি, তোরা কোনও ভুল করিসনি। তোরা যেটাই করেছিস সবটুকুই ঠিক।”
নির্দেশক তথা সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, “জীবনের কঠিন অঙ্ককে যে এভাবে স্পষ্ট ও সহজভাবে তুলে ধরা যায় তা দেখিয়ে দিয়েছে এই ছবি। আমি নিজে ছোটবেলায় অঙ্ক খুব ভয় পেতাম। এখনও পাই। সমাধান খুঁজতে কালঘাম ছুটতো। কিন্তু বড়পর্দায় সৌরভ-রাণার এই অঙ্কের সমাধানের যাত্রাপথ দেখে মন ভরে গিয়েছে।” ফেলুদার নতুন ওয়েব সিরিজের পোস্ট প্রোডাকশন চলছে জোরকদমে। তার ফাঁকেই প্রিয় অনুজ সৌরভের এই ছবির প্রিমিয়ারে হাজিরপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। জানালেন, সৌরভের কাজের সঙ্গে তিনি পরিচিত ও সেসব নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। ছোটদের নিয়ে এরকম বাস্তবছোঁয়া গল্প শুনতে তিনি অনেকদিন পাননি। এবারে সেই সুযোগ আসাতে, তাই তিনি আর না এসে পারেননি।
তবে মজাটা তুলে রাখা ছিল শেষপাতে। আর তা পরিবেশন করলেন খোদ প্রযোজক। রাণা সরকারের সঙ্গে একান্তে খোশগল্পে মেতেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই আসরে ছিল আজকাল ডট ইন-ও। কল্যাণ জানালেন, তিনি সময় সুযোগ পেলে বাংলা ছবি দেখেন। পরান বন্দ্যোপাধ্যায়, সোহিনী সরকার, অরুণিমা তাঁর খুব পছন্দের অভিনেতা-অভিনেত্রী। ওটিটি-তে টুকটাক সিরিজ, ছবি দেখেন। আর এই ছবির বিষয়বস্তু তাঁর দারুণ লেগেছে বলেই, ছবি দেখতে হাজির হয়েছেন তিনি। এই জোর আড্ডার মাঝে সেখানে হাজির ‘অঙ্ক কি কঠিন’-এর পরিচালক। সৌরভের সঙ্গে কল্যাণের পরিচয় করে দিয়ে মুচকি হেসে, টিপ্পনি কাটার ভঙ্গিতে কল্যাণের উদ্দেশ্যে রাণার মন্তব্য, “কল্যাণদা, সৌরভ কিন্তু খানিক বামপন্থী।” শোনামাত্রই অল্প হেসে সৌরভের ঝটিতি জবাব, “খানিকটা নয়, পুরোটাই!” এবার পালা কল্যাণের। এক গাল হেসে শ্রীরামপুরের সাংসদ চটপট বলে ওঠেন, “বামপন্থী হোক কিংবা ডানপন্থী, তাতে সমস্যা কী! নো প্রব্লেম। নিজেদের মধ্যে আলাপ পরিচয় সুন্দর করে হওয়াটাই আসল ব্যাপার আর নিজের কাজটুকু মন দিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ! আর এই অঙ্কটা কিন্তু মোটেই কঠিন নয়।”
‘অঙ্ক কি কঠিন’-এ অন্যান্য ভূমিকায় দেখা যাবে শঙ্কর দেবনাথ, পার্নো মিত্র, ঊষসী চক্রবর্তী, নবাগত প্রসূন সোম এবং একঝাঁক মঞ্চশিল্পীকে। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন দেবদীপ মুখোপাধ্যায়।পরিচালনার পাশাপাশি ‘অঙ্ক কি কঠিন'-এর চিত্রনাট্য লিখেছেন সৌরভ। সঙ্গ দিয়েছেন সৌমিক দেব।
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
শোকস্তব্ধ বিনোদন জগৎ! "ওকে বাংলা শিখিয়েছি, এভাবে হঠাৎ চলে গেল?" সহ-অভিনেতার প্রয়াণে স্মৃতিচারণ ঋতুপর্ণা সেনগুপ্তের
খুব তাড়াতাড়ি বড়দিদি হচ্ছে রাহা? কান-এর লাল গালিচায় স্পষ্ট আলিয়ার স্ফীতোদর!
কান-এ কুনজর এড়াতে কোন দেশি টোটকা বেছে নিলেন আলিয়া? যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন সলমন খান!
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!